হাটিকুমরুল বাজার হতে হাটিকুমরুল স্বরসতী নদীর উপর দিয়ে নির্মিত হয়েছে ব্রিজ।
আগে মানুষ নৌকা দিয়ে পাড়াপার হতো এতে করে মানুষ অনেক কষ্ট করতো। বর্তমান সরকার এই ব্রিজটি নির্মান করে মানুষের সে কষ্টকে লাগব করে দিয়েছে। যাহার উপর দিয়ে প্রায় ২০০০০(বিশ হাজার ) মানুষ যাতায়াত করে। হাটিকুমরুল,হাসানপুর,পাচলিয়া,এসব মানুষের জন্য খূবই উপকার হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস